ঢাকা (সকাল ১১:২৭) শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাড়ি থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ঈশাত জামান মুন্না,লালমনিরহাট ঈশাত জামান মুন্না,লালমনিরহাট Clock সোমবার ১২:০৪, ২৪ জানুয়ারী, ২০২২

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় স্কটল্যান্ড প্রবাসী বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাড়ি থেকে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কাকিনা কাচারী বাজার সংলগ্ন কালিবাড়ি এলাকার প্রবাসী শিক্ষক . মোহাম্মদ মোজাম্মেল হকের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত গৃহকর্মী টাঙ্গাইল জেলার মধুপুরের রাধাপাল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের সুত্রে জানা গেছে বাড়ির মালিক স্কটল্যান্ডের একটি সনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে কর্মরত। তিনি কাকিনা উত্তরবাংলা কলেজের প্রতিষ্ঠাতা। তিনি স্কটল্যান্ডের গ্লাসকোভিত্তিক আন্তর্জাতিক সংগঠন চ্যারিটি ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান। বর্তমানে তিনি কাকিনার কালিবাড়ির বাড়িতেই অবকাশ যাপন করছিলেন।

পুলিশ স্থানীয়দের বরাতদিয়ে আরো জানা গেছে, দীর্ঘ ২০ বছর ধরে স্কটল্যান্ডের গ্লাসকো শহরের স্থায়ী অধিবাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অর্থনীতিবিদ . মোজাম্মেল হকের কাকিনা কালীবাড়ির বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছেন ওই নারী। প্রতিদিনের ন্যায় গত শনিবার রাতের কাজ শেষ করে নিজের রুমে ঘুমিয়ে পড়েন ওই নারী গৃহকর্মী।

আজ রোববার সকালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির অন্য গৃহকর্মীরা জানালা ভেঙে ভিতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি করে মরদেহ লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, মৃত গৃহকর্মীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাই মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT