কুড়িগ্রাম জেলা দুর্যোগ ও ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত
আরিফুল ইসলাম শুক্রবার ১২:০৪, ২৬ জুলাই, ২০১৯
আরিফুল ইসলামঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বন্যা মোকাবিলায় ২২টি মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে। ভয়ের কোনো কারণ নেই। বন্যা পরিস্থিতি মোকাবিলা করার সক্ষমতা সরকারের আছে। আমরা অতীতের অভিজ্ঞতা থেকে কাজ করছি ও সবার আগেই ত্রাণ সামগ্রী পাঠিয়েছি।
আজ ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা ও কুড়িগ্রামে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. পনির উদ্দিন আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব শাহ কামাল, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সাংসদ মহোদয় জনাব কাজী মোহাম্মদ শহিদ ইসলাম পাপুল সাহেবের সহধর্মিণী সেলিনা ইসলাম এম.পি (সংরক্ষিত মহিলা আসন) প্রমুখ।
সভায় বন্যাদুর্গতদের জন্য সেলিনা শহিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।