ঢাকা (রাত ৯:২১) শুক্রবার, ৩রা মে, ২০২৪ ইং

গাইবান্ধায় বিদ্রোহী প্রার্থী হয়ে পদ হারালেন ১৯ আ.লীগ নেতা



গাইবান্ধার গোবিন্দগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগের ১৯ নেতাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হচ্ছেন- আওয়ামী লীগের নাকাইহাট ইউনিয়নের সহ-সভাপতি মো. সাজু খন্দকার ও বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, কামদিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বল, কাটাবাড়ি ইউনিয়নের সহ-সভাপতি রেজাউল করিম রফিক, শাখাহার ইউনিয়নের সদস্য আবু সাঈদ মো. জাকারিয়া ও মোজাফ্ফর রহমান সরকার বিএসসি, রাজাহার ইউনিয়নের অর্থ বিষয়ক সম্পাদক মো. তারিক রিফাত মো. রেজাউল করিম, সাপমারা ইউনিয়নের সদস্য তোফাজ্জল হোসেন সরকার, দরবস্ত ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক মণ্ডল ও সদস্য মো. আব্দুল হালিম, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান নজমু ও সদস্য কাজী মো. সামিউল ইসলাম, তালুককানুপুর ইউনিয়নে উপজেলা শাখার সহ-সভাপতি মো. আব্দুর রহমান খন্দকার, শিবপুর ইউনিয়নে উপজেলা শাখার সাংগঠনিক মো. তৌহিদুল ইসলাম প্রধান, মহিমাগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রধান, শালমারা ইউনিয়নের সহ-সভাপতি মো. আইয়ুব আলী ও মো. রাসেল মোশারফ এবং কামারদ ইউনিয়নের সদস্য সৈয়দ শরিফুল ইসলাম।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT