ঢাকা (রাত ১:৪৩) বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে জরিমানা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার বিকেল ০৪:২৭, ২২ ডিসেম্বর, ২০২১

গৌরীপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তিন প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

মঙ্গলবার সন্ধ্যায় বোকাইনগর ও ডৌহাখলা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে ০৩টি মামলায় এ অর্থদন্ড করা হয়। এছাড়াও এসময় কাগজপত্র বিহীন ০৮টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

জানা যায়, বোকাইনগর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাবিবুল্লাহ হাবিবের সমর্থককে ৮ হাজার, ডৌহাখলা ইউনিয়নে সদস্য পদ প্রার্থী আবুল কালাম আজাদের এক কর্মীকে ৪ হাজার ও বেকাইনগর ইউপির সদস্য প্রার্থী টিউবওয়েল প্রতীকের সমর্থকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন-নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে তাদের এ অর্থ দন্ড দেয়া হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT