ঢাকা (সকাল ৮:৩৪) বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গৌরীপুরে দাবা ও ভলিবল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০১:০৫, ১৬ ডিসেম্বর, ২০২১

গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দাবা খেলা ও ভলিবল খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পাবলিক হল মিলনায়তনে বুধবার বেলা সাড়ে ১১টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ।

এছাড়াও উপস্থিত ছিলেন- যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, একাডেমিক সুপার ভাইজার কমল রায় প্রমুখ।

খেলায় অংশ গ্রহণ করে গৌরীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাফায়েত, আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ফুয়াদ, উদয়, রেজাউল, ৯ম শ্রেণির ওবায়দুল্লাহ, নুরুল আমীন খান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ফায়াজ আদনান হামীম, রৌদ্র পাল, ৬ষ্ট শ্রেণির আদিব, জারিফ, সানি, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রত্যাশা ও আফরিন জান্নাত। বিজয়ী হয় আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ওবায়দুল্লাহ, রানার্সআপ হয় নুরুল আমীন খান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ১০ম শ্রেণির শিক্ষার্থী ফায়াজ আদনান হামীম।

অন্যদিকে নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে দুপুর ২ টায় ভলিবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

এদিন নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয় বনাম রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয়ের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।

এতে রামগোপালপুর পিজেকে উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়।

বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী হাসান মারুফ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT