লালমনিরহাটে রাঁধাকৃষ্ণের মূর্তি উদ্ধার
নিজস্ব প্রতিনিধি বুধবার বেলা ১২:৩৪, ১০ জুলাই, ২০১৯
ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্ট থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রাঁধাকৃষ্ণের মূর্তি উদ্ধার হয়েছে।
মঙ্গলবার, ৯ জুলাই বিকেল ৫টার দিকে সেটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিটির ওজন আড়াই কেজি প্রাথমিকভাবে জানা গেছে।
বুড়িমারী ইমিগ্রেশন পুলিশ জানায়, বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্ট এলাকায় কেউ মূর্তিটি ফেলে রেখেছিল। খবর পেয়ে স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সেটি উদ্ধার করেন। ।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মূর্তিটি পিতলের তৈরি। সম্ভবত মূর্তিটি কেউ চোরাচালানের জন্য এখানে এনেছিল।
মূর্তিটি কাস্টমসের গোডাউনে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।