আখালিয়া থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার
মোঃইবাদুর রহমান জাকির বৃহস্পতিবার রাত ১১:২২, ৫ আগস্ট, ২০২১
সিলেটের আখালিয়া থেকে দেশি-বিদেশি অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল সিলেট শহরতলীর আখালিয়ায় অভিযান চালায়। আখালিয়াস্থ নয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশী রিভলবার, গুলি, দেশীয় অস্ত্রসহ এক রহস্যজনক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
সন্ত্রাসীর নাম মো. সাব্বির খাঁন। সে আখালিয়া নয়া বাজারের মোহাম্মদীয়া আবাসিক এলাকার মো. খলিল খানের ছেলে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ১৮৭৮ এর ১৯(অ)/ ১৯ (ভ) ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সহ এসএমপি-সিলেট এর জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, গতকাল বুধবার (৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল লে. কর্ণেল আবু মুসা মো. শরিফুল ইসলাম পিএসসি, এএসসি (অধিনায়ক র্যাব- ৯), মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ আখালিয়া নয়া বাজারস্থ মোহাম্মদীয়া আবাসিক এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ওই এলাকা সাব্বির এর বসত ঘরের শয়ন কক্ষে অভিযান পরিচালনা করে একটি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলি, ২টি রামদাঁ, ১টি চাইনিজ কুড়াল, ১টি হকিস্টিক ও ভিডিও রেকর্ডার সহ তাকে গ্রেফতার করে র্যাব।