ঢাকা (সকাল ৭:১৮) বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ ইং

মৌলভীবাজারে রেকর্ড ১৮৮ জন করোনা রোগী শনাক্ত



গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। মৌলভীবাজার জেলায় একদিনে শনাক্ত হয়েছেন ১৮৮ জন।

(১৮ জুলাই)রোববার সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে,সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলার ৫১৩ জনের নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে।আজ শনাক্তের হার ৩৬ দশমিক ৬ শতাংশ। ২৪ ঘণ্টায় এই জেলায় ৯ জন সুস্থ হয়েছে।তবে কারো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।

নতুন শনাক্ত ১৮৮ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৭৯ জন, রাজনগরে ১৩ জন, কমলগঞ্জে ৮ জন, কুলাউড়ায় ৩১ জন, শ্রীমঙ্গলে ১৩ জন, বড়লেখায় ২২ জন ও জুড়ীতে ২২ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৪ হাজার ৩০২ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিকে সুস্থ হওয়া ৯ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালে শ্রীমঙ্গলের ৪ জন ও কমলগঞ্জের ৫ জন। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২০ জনে।

জেলায় এখন পর্যন্ত ৪৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।যাদের মধ্যে রাজনগরে ৪ জন, কুলাউড়য় ৩ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ীতে ৩ এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ২৪ জন রয়েছেন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT