দুখু মিয়া : কবি – তোফায়েল আহমেদ
মেঘনা নিউজ ডেস্ক রবিবার ১২:৩২, ২৬ মে, ২০১৯
অমর দুখু মিয়ার জন্ম দিনে অন্তর থেকে
জানাই শ্রদ্ধা ও ভালোবাসা শত,
কাজী বংশের কবি নজরুল ইসলাম হলো
বিদ্রোহের উজ্জ্বল নক্ষত্র।
বাংলা সাহিত্যের সকল শাখা প্রশাখায়
রয়েছে তার অবদান সিদ্ধ,
বাংলা সাহিত্য অনেক উন্নত হয়েছে তার
দুই দশক রচনায় সমৃদ্ধ।
যেখানেই অন্যায় অত্যাচার কুসংস্কার
সেখানেই নজরুলের প্রতিবাদ,
শোষণ, নির্যাতন, মানবতা, অনৈতিকতা
নিখুঁত কলমে লিখেছেন আশির্বাদ।
সকল মানুষকে নিয়ে তার লেখনী ছিলো
গল্প কবিতা উপন্যাস, ছড়া গান,
বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত রুপ দিয়েছেন
যা আজো মানুষের মনে বিরাজমান।
মানব চেতনায় নজরুল অক্ষয় অব্যয়
অমর হয়ে আছেন হৃদয়ের স্তম্ভ,
সারা বিশ্বে পাঁচটি সেরা কবিতার মধ্যে
তার বিদ্রোহী কবিতা অন্যতম।
মুক্তি যুদ্ধ ও স্বাধীনতায় উদ্ভুদ্ধ করার মত
নজরুলের অবদান কেহ নাহি ভুলবে,
বাংলা ভাষার আলো বিকশিত করেছেন
কাজী নজরুল ইসলাম যা চিরদিন থাকবে।