ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধকাটার অপরাধে আটজনকে জরিমানা
মোবারক হোসাইন,ধর্মপাশা(সুনামগঞ্জ) শনিবার সন্ধ্যা ০৬:২৯, ১০ জুলাই, ২০২১
হাওরের ফসলরক্ষা বাঁধ কেটে বালু ভর্তি বাল্ক হেড নৌকা নিয়ে যাওয়ার অভিযোগে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার আটটি বাল্কহেড নৌকার আটজন চালককে এক লাখ ৬০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (১০জুলাই)সকাল ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু তালেব এই আদালত পরিচালনা করেন।দণ্ড পাওয়া ওই ব্যক্তিদের বাড়ি ধর্মপাশা ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন গ্রামে।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দেওলা গ্রামের সামনে রুই বিল হাওরের ফসলরক্ষা বাঁধের ৩০-৩৫ফুট স্থান কেটে দিয়ে পাশ্বর্বতী নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ডাইয়া নামক স্থান থেকে নিয়ে আসা বালুভর্তি বাল্কহেড দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল।
স্থানীয় এলাকার মানুষজন আজ শনিবার সকাল নয়টার দিকে এসব বাল্কহেড নৌকা আটক করেন। খবর পেয়ে সেখানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও র্নিবাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব। তিনি তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই বাল্কহেড নৌকার আট জন চালকের প্রত্যেককে ২০হাজার টাকা করে জরিামান করেন। ওইদিনই জরিমানার টাকা পরিশোধ করে তারা সেখান থেকে মুক্তি পান।
সহকারি কমিশনার (ভূমি) মো.আবু তালেব সাংবাদিকদের বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ কেটে ফেলার অভিযোগে ওই আটজনকে এক লাখ ৬০হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।