দাউদকান্দি পৌরবাজারে মাস্ক বিতরণ করলেন প্রজন্মলীগ সভাপতি সোহেল রানা
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:১৬, ১ জুলাই, ২০২১
বৈশ্বিক মহামারী করোনার শুরু থেকে আজ পর্যন্ত দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী এই উপজেলায় রাতদিন নিরলসভাবে পরিশ্রম করে মানুষের পাশে থেকেছেন।
কখনো করোনা আক্রান্ত রোগীর বাসায় নিজে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।আবার কখনও কর্মহীন হয়ে পড়া মানুষের বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।
এর পাশাপাশি তিনি উপজেলা ভিত্তিক আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা–কর্মীদের সবসময় করণা আক্রান্ত রোগীর কিংবা করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে থাকার জন্য জরুরিভিত্তিতে নির্দেশ প্রদান করেছিলেন।
আজ বৃহস্পতিবার থেকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারা দেশজুড়ে সর্বাত্মক লকডাউন চলছে। এমন কঠিন দুর্যোগ ও দুর্বিপাকপূর্ণ মুহুর্তে করোনা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পাশাপাশি নেতা–কর্মীদেরকে দাউদকান্দি উপজেলাবাসির পাশে থাকার নির্দেশ প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী।
এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী‘র নির্দেশে আজ বৃহস্পতিবার দুপুরে পৌরবাজারে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন এবং এর পাশাপাশি সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করেন উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর সভাপতি মো.সোহেল রানা।
এ সময় তিনি সাংবাদিকদের জানান,”উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী স্যারের নির্দেশে গঠিত ছাত্রলীগ রোস্টার টিম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় করোনা রোধে কাজ করছে।আমরা যেকোনো প্রয়োজনে উপজেলাবাসির পাশে আছি –ইনশাল্লাহ।“