কানাডা প্রবাসীর বাবা-মায়ের নামে ফাউন্ডেশনের উদ্যোগে ৬০০ অসহায় মানুষ পেল ৭দিনের খাদ্য সামগ্রী
আবু ইউসুফ,নওগাঁ বুধবার সন্ধ্যা ০৭:১১, ১২ মে, ২০২১
নওগাঁয় কানাডা প্রবাসী মোহায়মেন অন্টু”র পিতা-মাতার নামে গড়ে তোলা মরহুম ময়েজউদ্দিন ও মরহুমা রোকেয়া বেগম ফাউন্ডেশন উদ্যোগে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া ৬০০ অসহায় মানুষকে ৭দিনের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে শহরের দক্ষিণ হাট নওগাঁয় কানাডা প্রবাসীর নিজ বাসভবন চত্ত¡রে তার আত্বীয়স্বজন ও বন্ধুদের মাধ্যমে মহামারী করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া ৪র্থ বারের মত ৬০০জন মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়। খাদ্য সহায়তার মধ্যে ছিল লাচ্চা-সেমাই, চাল,আলু,ডাল, চিনি ও লবন সম্বলিত একটি করে প্যাকেট।
খাদ্য সহায়তা পেয়ে হাজেরা বিবি নামে গৃহবধূ অভিব্যক্তি প্রকাশ করে বলেন, হামার স্বামী দিজমজুর এই করোনার জন্যি কোন কাজ-কাম তেমন নাই। আজক্যা এই খাবার গুলা পাইয়া হামাকেরে মেলা উপকার হলো।
শাহিন হোসেন নামের এক দিনমজুর বলেন, করোনার জন্যি তেমন কাজ-কাম নাই কানাডা প্রবাসী মোহায়মেন ভাইয়ের বাপ-মায়ের নামে গড়া তোলা ফাউন্ডেশন এর পক্ষোত থ্যাকা আজ ৭দিনের জন্নি মেলা খাবার দিছে। তাতে করা হামার অনেক উপকার হলো। অনেক অনেক দোয়া করি মোহায়মেন ভাই ও তার মৃত বাপ-মায়ের জন্নি।
এ বিষয়ে কানাডা প্রবাসী প্রবাসী মোহায়মেন অন্টু জানান, দেশ ও দেশের মানুষের এই ক্লান্তিকালে চেষ্টা করছি সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে । তারই ধারাবাহিকতায় আমার শ্রদ্ধেয় বাবা-মায়ের নামে গড়ে তোলা মরহুম ময়েজউদ্দিন ও মরহুমা রোকেয়া বেগম ফাউন্ডেশন উদ্যোগে ৬০০ মানুষকে ৭দিনের খাদ্য সামগ্রী প্রদান করেছি দেশে থাকা আমার আত্বীয়স্বজন ও বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষীদের মাধ্যমে। এর আগেও ফ্রি চিকিৎসা সেবা, শীতবস্ত্র বিতরণ, গরীব ও মেধাবীদের পড়া-শোনার জন্য অর্থ সহায়তা,এতিম ছেলে-মেয়ের বিবাহের জন্য আর্থিক সহয়তাসহ সামাজিক বিভিন্ন কর্মকান্ড করেছি।
তিনি আরো বলেন, মহান সৃষ্টিকর্তা আমাকে যেটুকু সামর্থ্য দিয়েছে তার মধ্যে থেকেই চেষ্টা করছি মানুষের পাশে সহায়তার হাত বাঁড়ানোর। সমাজর যারা বিত্তবান আছেন তারা যদি একটু চারপাশের অসহায় মানুষের পাশে দাঁড়ায় তবে হাসিঁ ফুঁটে উঠবে তাদের মুখে। সেই নির্মল হাঁসি দেখতে সেই চাই সেই সব অসহায় মানুষের মুখে। আগামীতেও চেষ্টা অব্যহত থাকবে সুখে-দুখে সকলের পাশে সাহায্যের হাত বাঁড়িয়ে দিতে।
এসময় উপস্থিত ছিলেন কানাডা প্রবাসী মোহায়মেন অন্টুর শুভাকাক্সক্ষী ও বন্ধুদের মধ্যে পল্টন, পল্টু, রেজা মৃধা, মিলন, রাজা ও অসীম।