ঢাকা (রাত ১:২৩) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

জমি সংক্রান্ত বিরোধের জেরে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার ১২:১৮, ২৪ ডিসেম্বর, ২০২০

ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে আজহারুল ইসলাম (৪০) নামে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে স্থানীয় আর্শেদ আলীর (৫৩) লোকজন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় পূর্ব শালিহর গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে। এ হামলায় সিরাজুল ইসলাম (৪৫) ও ফজর আলী (৪২) আরও দু’জন আহত হন।

আহত যুবক আজহারুল ইসলাম জানান, প্রতিবেশী আর্শেদ আলীর সঙ্গে তাদের জমি নিয়ে রিবোধ চলছিল। ঘটনাদিন তাদের বাড়ির সামনে রাস্তায় আর্শেদ আলীর নেতৃত্বে ৭ জন দেশীয় অস্ত্র নিয়ে তার চাচা ফজর আলীর উপর হামলায় চালায়। এসময় চাচাকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করতে গেলে আজাহারুলকে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষরা।

হামলায় আহত আজহারুল ইসলাম ও তার চাচা সিরাজুল ইসলাম বর্তমানে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আর্শেদ আলীর ছেলে আবুল কালাম জানান, দোকান বাকির টাকা নিয়ে ঘটনার দিন ফজর আলীর সঙ্গে তার বাবা আর্শেদ আলীর বাকবিতন্ডা হয়। একপর্যায়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের লোকজন আহত হন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT