চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালন
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ সোমবার দুপুর ০৩:০০, ৫ অক্টোবর, ২০২০
“সংকটে নেতৃত্বদাতা, ভবিষ্যতের রূপদর্শী শিক্ষক” শ্লোগানকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
এ উপলক্ষে সোমবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
জেলা শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে থেকে বর্ণাঢ্য র্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাবু গিরিশ চন্দ্র মৌলিক মার্কেটের (শিল্পকলা মার্কেট) সামনে এসে শেষ হয়।
পরে বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যান তহবিল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের সভাপতি রানীহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর, শিক্ষক সমিতির সহ-সভাপতি রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনুর রহমান, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
র্যালি ও আলোচনাসভায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রয়াত শিক্ষকদের আত্মার মাগফেরাত কামনায় শিক্ষক সমাজের সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।