ঢাকা (রাত ১২:২০) সোমবার, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মৌলভীবাজার জেলায় ২ অক্টোবর শুক্রবার পর্যন্ত করোনা জয় করলেন ১,৫৮৮ জন

মোঃ জাকির হোসেনঃমৌলভীবাজার।  মোঃ জাকির হোসেনঃমৌলভীবাজার।  Clock শুক্রবার সন্ধ্যা ০৬:৫৩, ২ অক্টোবর, ২০২০

মৌলভীবাজার জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমে এসেছে। প্রতিদিনই সিলেটের দুই ল্যাবে মৌলভীবাজার জেলা থেকে পাঠানো নমুনা পরীক্ষা করা হচ্ছে। তবে প্রেরিত নমুনার অধিকাংশের ফলই নেগেটিভ আসছে।

গত ২৪ ঘণ্টায় সমগ্র  জেলায় মাত্র ১ জনের করোনা শনাক্ত হয়েছে। যে মৌলভিবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা। তবে এই সময়ে জেলার আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কেউ সুস্থ বা মারা যাওয়ার কোন তথ্য পাওয়া যায় নি।

(২ অক্টোবর)শুক্রবার মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনের মাধ্যমে এই সকল তথ্য নিশ্চিত হওয়া যায়।

গত এপ্রিল মাসের ৫ তারিখে প্রথম মৌলভীবাজার জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছিল। সেই থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৭০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছিলেন এতে প্রতিনিয়তই আক্রান্তের সংখ্যা বাড়লেও অনেকেই এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন তবে আজ পর্যন্ত জেলার ১ হাজার ৫৮৮ জন করোনামুক্ত হয়েছেন।

অন্যদিকে ভাইরাসটির সংক্রমণে ২১ জন প্রাণ হারিয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT