কালভার্ট ভেঙে পড়ায় সংস্কারের দাবী এলাকাবাসীর
সিলেট বৃহস্পতিবার রাত ০৮:১৫, ৩ সেপ্টেম্বর, ২০২০
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সম্প্রতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বড়লেখা সদর ইউনিয়নের একটি সড়ক ও কালভার্ট ভেঙে পড়ায় সংস্কারের দাবিতে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। বড়লেখা উপজেলা প্রকৌশলীর কাছে এই স্মারকলিপি দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, তারা বড়লেখা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। গত ২৯ ও ৩০ আগস্ট ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিকড়ি ছড়ার পানিতে এলাকা প্লাবিত হয়ে পড়ে। এসময় পাহাড়ি ঢলে এলাকার হিনাইনগর বালিছড়া জামে মসজিদের কাছে ৪০ ফুট সড়ক এবং মুছেগুল গ্রামের নজরুল ইসলাম মানিকের বাড়ির পশ্চিম পাশে রাস্তায় ভাঙনসহ (মুছেগুল-পানিধার) একটি কালভার্ট ভেসে গেছে। এতে এই সড়ক ও কালভার্ট দিয়ে চলাচলকারী গ্রামবাসী প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এই রাস্তা দিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রী এবং গ্রামের জনসাধারণ উপজেলা সদরে যাতায়াত করেন। এলাকাবাসীর চলাচলের আর কোনো বিকল্প রাস্তা নেই। স্মারকলিপিতে রাস্তা ও কালভার্ট দ্রুত সংস্কারের দাবি জানানো হয়েছে।
বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও এলাকার বাসিন্দা জুনেদ আহমদ বলেন, ‘এই রাস্তা দিয়ে হিনাইনগর ও মুছেগুল এলাকার মানুষ আসা যাওয়া করেন। দুটি স্থানে রাস্তা ও কালভার্ট ভেঙে যাওয়ায় এলাকাবাসীর চলাচল করা কঠিন হয়ে পড়েছে।’
বড়লেখা উপজেলা প্রকৌশলী মো. শামসুল হক ভূঁইয়া বুধবার বলেন, তিনি একটা কাজ দেখতে সাইটে গেছেন। স্মারকলিপি দেওয়ার কথা জেনেছেন। অফিসে ফিরে দরখাস্ত দেখার পর সরেজমিন দেখে উর্ধ্বতন কর্র্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবেন।