কুড়িগ্রামে নিখোঁজর ১দিন পর পুকুরে ভেসে উঠলো দুই প্রতিবন্ধী ভাইয়ের মরদেহ
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম মঙ্গলবার বিকেল ০৪:০২, ১ সেপ্টেম্বর, ২০২০
কুড়িগ্রাম সদর উপজেলার বাক প্রতিবন্ধী সহোদর মাউন (৭)ও মারুফ(১০)দুই ভাইয়ের মরদেহ নিখোঁজর ১দিন পর বাড়ির পাশের চেয়ারম্যান বাড়ির পুকুরে ভেসে ওঠে ।ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মোঘলবাসা ইউনিয়নের নিধিরাম চেয়ারম্যান পাড়ায়। নিহত দুই শিশু ওই গ্রামের বেলাল হোসেনের ছেলে।
জানা গেছে, সোমবার (৩১ আগস্ট) দুপুর থেকে নিখোঁজ বাক প্রতিবন্ধী দুই ভাই শুরু হয় মা মর্জিনার আর্তনাদ। অনেকটা ভবঘুরে বাবা বেলাল হোসেনের এই দুই ছেলে নিখোঁজ হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে শেষে মাইকিং করে এলাকাবাসী। কিন্তু কিছুতেই খোঁজ মেলে না দুই ভাইয়ের। অবশেষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে দুই ভাইয়ের মরদেহ বাড়ির পাশের চেয়ারম্যান বাড়ির পুকুরে ভেসে ওঠে ।
মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান নুরজামাল বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে, প্রতিদিনের মতো সোমবার দুপুরে বাক প্রতিবন্ধী দুই ভাই মাউন ও মারুফ ওই পুকুরে গোছল করতে নেমে পানিতে ডুবে যায়। সে সময় পুকুরে কেউ না থাকায় হয়তো তাদের খেয়াল করতে পারেনি। মঙ্গলবার ভোরে তাদের মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে।