উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান
সজাদুল ইসলাম, কুড়িগ্রাম
রবিবার রাত ০৮:৪১, ২৩ আগস্ট, ২০২০
করোনায় আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার ই আলম সরকার জীবন এর পক্ষ থেকে রবিবার (২৩ আগস্ট) দুপুরে একটি অক্সিজেন কনসেনট্রেটর উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কনসেনট্রেটর প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ- জান্নাত রুমি, উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমজাদ হোসেন তালুকদার , উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু,উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা,দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারক মঙ্গা, নাজিম খাঁন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর আলী সরকার,উলিপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার প্রমুখ।


