কুড়িগ্রামে ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম
বৃহস্পতিবার রাত ১০:১২, ২০ আগস্ট, ২০২০
কুড়িগ্রামে জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে দেশব্যাপী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত খেলোয়ার, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের হলরুমে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রীড়া সংশ্লিষ্টদের ৪৫ জনের মাঝে জনপ্রতি ৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সাবেক চেয়ারম্যান কাজিউল ইসলাম, ক্রীড়া অফিসার আকরাম হোসেন প্রমুখ।


