উলিপুরে নবাগত ইউএনও মোছা. নূর-এ-জান্নাত রুমি
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম
বৃহস্পতিবার রাত ০৯:১৬, ২০ আগস্ট, ২০২০
কুড়িগ্রামের উলিপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছা. নূর-এ-জান্নাত রুমি কে বরণ ও সাবেক উপজেলা নিবার্হী কর্মকর্তা আঃ কাদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে অফিসার্স ক্লাব উলিপুরের পক্ষ থেকে।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তার অফিস কক্ষে বিদায়ী ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো.আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুভাষ চন্দ্র সরকার,উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন,সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক পরিমল মজুমদার, সাংবাদিক মোন্নাফ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল আজিজ প্রধান প্রমুখ।


