কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ১
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম
বৃহস্পতিবার রাত ০৯:৩৪, ১৩ আগস্ট, ২০২০
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাইদুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে নাগেশ্বরী থানা পুলিশ।আটককৃত আসামী উপজেলার পূর্ব সুখাতী চটাং গ্রামের রিয়াজুল ইসলামের পুত্র।
জানা গেছে, বুধবার (১২ আগস্ট) নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবিরের নির্দেশে তাজেদার আলম ফারুকী’র নেতৃত্বে মাদক ও চোরা কারবারী নিয়ন্ত্রণে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে আটক করা করা হয়েছে।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ রওশন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বৃৃৃৃহস্পতিবার(১৩ আগস্ট) আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।


