কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম
মঙ্গলবার রাত ০৮:৫৪, ৪ আগস্ট, ২০২০
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সেচ পাম্পের তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছামিউল ইসলাম (১৮) যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে, সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নগরাজপুর গ্রামে। নিহত যুবকের ওই গ্রামের আতিকুর রহমানের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে বাড়ীর পার্শে সেচ পাম্পের তার খুলতে গেলে অসাবধানতা বসত বিদ্যুত স্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় তথ্যটির সত্যতা নিশ্চিত করেন।


