ঢাকা (রাত ৯:০৭) শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুড়িগ্রামে পৃথক অভিযানে ৩ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ আটক ৫

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম Clock শুক্রবার রাত ০৯:০০, ১০ জুলাই, ২০২০

কুড়িগ্রামের রাজারহাট ও ফুলবাড়ীতে পৃথক অভিযানে  ৩ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ  ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে মাদক বিরোধী অভিযানে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতিগ্রাম বানিয়াপাড়া থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী যতীন্দ্রনাথ রায় (২৭), রুবেল মিয়া (২২), শুকুর আলী ভুট্টু (২৮) ও মজিদুল (২৬) কে আটক করে পুলিশ।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,শুক্রবার(১০ জুলাই) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে।

অপরদিকে ফুলবাড়ী থানা পুলিশের অভিযানে কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বড়াইতল গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটর সাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ আবুল কাশেম (৫৫) কে আটক করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় তথ্যটি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT