ঢাকা (রাত ১০:৪১) শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার Meghna News চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক-১ Meghna News নাগরপুরে যদুনাথ স. প্রা. বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Meghna News দ্রুত সুমনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানাল পরিবার Meghna News সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক গরম পানিতে ঝলসে গুরুতর আহত Meghna News চাঁপাইনবাবগঞ্জে খাস জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত একজন Meghna News চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার Meghna News মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

মরণ খাদে পরিণত হয়েছে যশোদল ইউনিয়নের দুই কিলোমিটার রাস্তা

জনদুর্ভোগ ২৮০৬ বার পঠিত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার রাত ১০:৪০, ২৯ জুন, ২০২০

রায়হান জামান, কিশোরগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় কিশোরগঞ্জ সদর উপজেলার ৫ নং যশোদল ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর গোয়ালাপাড়া গ্রামের শহরমুখী প্রায় দুই কিলোমিটার দীর্ঘ রাস্তার অবস্থা নাজুক হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে ভাঙাচোরা এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়েন জেলা সদর উপজেলার বৌলাই ও যশোদল ইউনিয়নের প্রায় ৫ হাজারেরও বেশি মানুষ। গোয়ালাপাড়ার এই রাস্তাটি ভবের বাজার (মুক্তিযোদ্ধা বাজার) থেকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন হয়ে জেলা শহর ও কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত চলে গেছে। এই রাস্তা দিয়ে গোয়ালাপাড়া গ্রাম ছাড়াও পাশের ভবের বাজার, কুড়ের পাড়, ভরাটি ও চরপাড়া গ্রামের মানুষ শহরে যাতায়াত করেন। তাঁদের মধ্যে স্কুল, কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, সবজি ব্যবসায়ী, কেটে খাওয়া দিনমজুর, রাজমিস্ত্রীসহ বিভিন্ন শ্রেণির মানুষ রয়েছেন। বিশেষ করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা রোগী-স্বজন ও ট্রেনের যাত্রীরা প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন। যশোদল গোয়ালাপাড়ার শহরমুখী এ রাস্তাটি যাত্রী ও চালকদের জন্য দুর্ভোগের কারণ হয়ে পড়েছে। সোমবার (২৯জুন) সরজমিনে দেখা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ভবের বাজার (মুক্তিযোদ্ধা বাজার) থেকে যশোদল ইউনিয়নের মধ্যপাড়া সৈয়দ নজরুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দুই কিলোমিটার রাস্তায় ধাপে ধাপে রয়েছে ছোট বড় বিশাল গর্ত। রাস্তা ভেঙ্গে পুকুর ও ক্ষেতের সাথে মিশে গেছে, দেখলে মনে হয় পাকা আইল। ফলে রাস্তাটিতে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচল করাই দুষ্কর হয়ে পড়েছে। এলাকাবাসীর কাছে জানতে চাইলে তাঁরা বলেন, রাস্তার এই দুরবস্থার বিষয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যের কাছে রাস্তা সংস্কারের দাবি জানালেও তাঁরা তহবিল নেই বলে এ কাজ করা যাবে না বলে জানিয়ে দেন। এমতাবস্থায় এলাকাবাসী নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, কিশোরগঞ্জ এর নিকট একটি আবেদন পত্র ও গণস্বাক্ষর জমা দিয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT