টিপু মুনশির রোগমুক্তির জন্য দোয়ার আয়োজন করলেন ছাত্রলীগ নেতা আকতারুল
মোঃ কামরুজ্জামান শুক্রবার সন্ধ্যা ০৭:০৬, ১৯ জুন, ২০২০
একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছা উপজেলায় বাণিজ্যমন্ত্রি টিপু মুনশির আরোগ্য কামনায় আজ ১৯ জুন (শুক্রবার) মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেই সাথে চলমান মহামারি করোনাতে যারা আক্রান্ত তাদের সবার সুস্থতার জন্য দোয়া করা হয়েছে। এখন পর্যন্ত যারা করোনায় মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। বাণিজ্যমন্ত্রি টিপু মুনশির করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধানের উদ্যোগে গোটা উপজেলার জুম্মা নামাযের পর দোয়ার আয়োজন করেন। তিনি জানান, বাণিজ্যমন্ত্রির আরোগ্য লাভের জন্য উপজেলার ৭৫০টি মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি পীরগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পাকারমাথা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আকতারুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে অনন্তরাম (কিসামত ঝিনিয়া) জামে মসজিদে নামাযের পর কয়েকশ মানুষের সমাবেতে দোয়ার আয়োজন করেন। দোয়া পরিচালনা করেন, অত্র মসজিদের ইমাম। তিনি বলেন, পীরগাছার কৃতিসন্তান আমাদের উত্তরবঙ্গের গর্ব বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রি জননেতা টিপু মুনশি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছি। উল্লেখ্য, গত ১৭ জুন (বুধবার) বাণিজ্যমন্ত্রি টিপু মুনশি প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসা নিচ্ছেন। তবে তেমন কোনো জটিল সমস্যা ধরা পড়েনি তার শরীরে। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর পর্যন্ত তিনি শারীরিকভাবে বেশ ভালো আছেন। তিনি দেশবাসির কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।