ঢাকা (দুপুর ১২:৫৪) শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

জেলা পুলিশের উদ্যোগে গণপরিবহনে করোনা সচেতনতামূলক কার্যক্রম

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ১১:০৫, ১৩ জুন, ২০২০

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:       করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কুড়িগ্রাম পুলিশ বিভাগ মহাসড়কে চলমান গণপরিবহন গুলোতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। শনিবার(১৩ জুন) সকাল সাড়ে ৯টায় কুড়িগ্রাম শহরের জিরো পয়েন্ট শাপলা চত্বরে কার্যক্রম শুরু করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। এসময় জেলা মটর মালিকের সাধারণ সম্পাদক লুৎফর বকসী ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল সরদার উপস্থিত ছিলেন।

এসময় করোনা প্রতিরোধে সচেতনামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। সেই সাথে দূর পাল্লার পরিবহনগুলোতে যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় এবং সামাজিক দুরত্ব বজায় রেখে যাত্রি পরিবহন করা হয় তা ক্যাম্পেইন করা হয়। পাশাপাশি ফিটনেসবিহিন গাড়ি, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা তা যাচাই করা হয়। এ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।

এসময় পুলিশ সুপার মোহাস্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, অতিরিক্ত ভাড়া বা চাঁদাবাজির শিকার হলে যাত্রীদের সহযোগিতায় ট্রাফিক পুলিশ পরিদর্শক, পুলিশ কন্ট্রোল রুম ও জরুরি সেবার মোবাইল নাম্বার স্টিকারগুলোতে সংযুক্ত করা হয়েছে। যাতে মানুষ দ্রুত তাদের অভিযোগ জানাতে পারে।

উল্লেখ্য, এছাড়াও জরুরি প্রয়োজনে ৯৯৯ এ ফোন করার জন্যও জনসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT