ঢাকা (দুপুর ১:৪৫) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


আমিরাতের আকাশচুম্বী ভবনে ভয়াবহ আগুন

সেলিম খান সেলিম খান Clock বুধবার দুপুর ০২:২৮, ৬ মে, ২০২০

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের আকাশচুম্বী ভবন অ্যাবকো টাওয়ারে ভয়াবহ আগুন লেগেছে। যা পরবর্তীতে পুরো ভবনে ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলছে।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ভবনের ১১ তলায় আগুন লাগলেও পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এদিকে অগ্নিনির্বাপণ কর্মী (ফায়ার সার্ভিস) আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। ওইসময় অ্যাবকো টাওয়ারে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তা কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। শতাধিক মেশিন দিয়ে পানি ছিটানো, এমনকি আগুন নেভানোর জন্য তাতে ব্যবহার করা হয়েছে ড্রোনও।

বিবিসির প্রতিবেদনে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের খবর জানানো হয়েছে। সূত্রটি জানায়, দুর্ঘটনার আশঙ্কায় শারজাহ টাওয়ার নামে পরিচিত ওই ভবনটির আশপাশের পাঁচটি ভবনও খালি করা হয়েছে।

এদিকে ৪৮ তলা বিশিষ্ট ওই ভবনে কিভাবে আগুন লাগলো সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেনি শারজাহ ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তারা।

এছাড়া ওই ভবনের নিচ তলায় পার্কিং করে রাখা বেশকিছু গাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT