ঢাকা (সকাল ৮:৫২) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুড়িগ্রামের উলিপুরে নিভৃতে অসহায়দের পাশে “শতদল”

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার দুপুর ০৩:৩৯, ২৯ এপ্রিল, ২০২০

 সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: করোন ভাইরাসের প্রাদুর্ভাবে পুরো জেলা লকডাউন। এমন পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো। যাদের অনেকেই দিন কাটাচ্ছে অর্ধাহারে-অনাহারে। এর মধ্যে অনেকেই মুখ ফুটে বলতে পারছে না তার কষ্টের কথা। ঠিক সেই পরিস্থিতিতে কুড়িগ্রামের উলিপুরে এমন লোকদেরকে খুঁজে খুঁজে বের করে খাদ্য সামগ্রী উপহার দিচ্ছে ‘শতদল’স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের কর্মীরা।গত দুদিনে উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে নিরবে নিভৃতে অসহায় ৫০ পরিবারকে খুঁজে খুঁজে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়েছে খাদ্যসামগ্রীর উপহার। উপহার সামগ্রী হিসেবে এক একটি প্যাকেটে ছিল ময়দা,আলু,ডাল,লবন, চিড়া,গুড়, সাবান, মাস্ক ও সচেতনতামূলক লিফলেট। সংগঠনটির সদস্যরা জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা মানুষকে সচেতন করার জন্য লিফলেট প্রদান,হাত ধোঁয়ার জন্য সাবান, জীবাণুনাশক স্প্রে ও ঘরে থাকার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছি। দেশপ্রেমে ব্রতী হয়ে ২০১৬ সাল থেকে সামাজিক ও মানবিক বিভিন্ন কাজ করে যাচ্ছি আমরা। যতটুকু পারছি, মানুষের জন্য কাজ করে যাচ্ছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT