ঢাকা (রাত ১১:২৭) মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উলিপুরের ওই প্রতিবন্ধী আমেনাকে খাদ্য দিয়ে সহায়তা করলেন কুড়িগ্রাম পুলিশ সুপার

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বুধবার দুপুর ০১:৪৫, ৮ এপ্রিল, ২০২০

সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরের ধামশ্রেনি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পোদ্দার পাড়ার মৃত আমির আলীর প্রতিবন্ধী মেয়ে আমেনা (৮০)’র শয্যাপাশে উলিপুর থানার ওসি (তদন্ত) মো.আনোয়ারুল ইসলাম। গত রবিবার(৫ এপ্রিল) অনলাইন নিউজ পোর্টাল মেঘনা নিউজসহ বিভিন্ন অনলাইন এবং সোশ্যাল মিডিয়ায় ধামশ্রেনি পোদ্দার পাড়ার প্রায় ৮০ বছরের অবিবাহিতা প্রতিবন্ধী আমেনা এপর্যন্ত কোন সরকারি অনুদান বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা পায় নাই ফলে করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট, অসুস্থতাসহ নানান সমস্যায় ভুগছে সংবাদ প্রকাশিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার কুড়িগ্রাম সারাদিন জেলার বিভিন্ন প্রবেশদার চেক পোষ্ট, উপজেলা পর্যায়ে পুলিশের কার্যক্রম পরিদর্শন ও কয়েক জায়গায় ত্রান বিতরণ করে রাতে কুড়িগ্রাম সদরে ফেরেন। অতঃপর রাত ৮ টার দিকে তীক্ষ্ম দৃষ্টি সম্পন্ন ও মানবতার ফেরিওলা কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম)’র নজরে আসে প্রতিবন্ধী আমেনা কে নিয়ে প্রকাশিত সংবাদটি। তিনি তাৎক্ষণিক উলিপুর থানা পুলিশ প্রশাসনকে প্রতিবন্ধী আমেনা’র বিষয়ে খোজখবর নিয়ে খাদ্যসহায়তা দেয়ার নির্দেশনা প্রদান করেন। উলিপুর থানার ওসি তদন্ত মো. আনোয়ারুল ইসলাম জেলা পুলিশ কুড়িগ্রামের পক্ষে আনুমানিক রাত সাড়ে ৯ টার দিকে কিছু পুলিশ সদস্য ও গ্রাম পুলিশকে সাথে নিয়ে ওই এলাকায় যান। ধামশ্রেনির হোসেন আলীর বাড়িতে ঠাই পাওয়া প্রতিবন্ধী সংসার বিহীন বৃদ্ধা আমেনা বেগমের শয্যাপাশে মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে তিনি বেশকিছু সময় বৃদ্ধার পরিবারসহ স্থানীয় মানুষদের খোজ খবর নেন। এসময় তিনি হোসেন আলীর পরিবারকে জানান, পুলিশ সুপার কুড়িগ্রাম মহোদয়ের তথ্য ও নির্দেশনায় অসহায় বৃদ্ধার খোজ খবর নিতে এসেছেন এবং আমেনা’র জন্য এসপি স্যার ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ লিটার তেল, ১/২ কেজি লবনসহ বেশকিছু খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। যা তিনি বৃদ্ধার হাতে নিজেই তুলে দেন বলে জানা যায়। গত রবিবার(৫ এপ্রিল) সংবাদটি প্রকাশিত হলে সাপ্তাহিক কলমজমিন পত্রিকার সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবু সাঈদ সরকার জানান, “এবার আমি তাকে প্রতিবন্ধী ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করেছি। টাকা পাবে ইনশাআল্লাহ”



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT