ঢাকা (ভোর ৫:৪৩) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ভারতীয় গরুসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার রাত ১০:০৩, ২৩ মার্চ, ২০২০

সাজাদুল ইসলাস,কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে জামালপুর ব্যাটালিয়ন( ৩৫ বিজিবি)।বিজিবি জানায়,কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে সীমান্ত পিলার ১০৬০ নং এর কাছে ৬ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চরের গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কাটাতাঁরের বেড়ার উপর দিয়ে বাঁশের আড়কির সাহায্যে গরু পারাপারের সময় আইয়ুব আলী(২২)নামে একজনকে দুইটি ভারতীয় গরুসহ আটক করে বিজিবি। আটককৃত আসামী আইয়ুব আলী (২২) রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চরের গ্রামের  মৃত জাহের আলীর ছেলে।এ ব্যাপারে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)  এর অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উল্লেখ্য,রৌমারী থানায় মামলা রুজুর মাধ্যমে গরুসহ আসামীকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT