ঢাকা (বিকাল ৪:১৯) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

কুড়িগ্রামে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০৮:২৭, ৩০ অক্টোবর, ২০১৯

সাজাদুল ইসলাস, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় ইয়াবাসহ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ড সদস্য রজব আলীকে (৫৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ কাচারীপাড়া গ্রাম থেকে আটক করা হয়।

রাজীবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এবি সিদ্দিক জানান, আগে থেকেই আটক ওই ইউপি সদস্যের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য রজব আলীকে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

এদিকে ইউপি সদস্যকে ইয়াবাসহ আটকের বিষয়ে জানতে চাইলে রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদল বলেন, বিষয়টি খুবই লজ্জাজনক । একজন জন প্রতিনিধি হয়ে তিনি মাদক সহ আটক হয়েছেন। এজন্য পরিষদের সদস্যদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।

রাজীবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রবিউল ইসলাম জানান, ইয়াবাসহ আটক ইউপি সদস্য রজব আলীর বিরুদ্ধে মাদক দ্রব্য সেবন ও বহনের অপরাধে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT