ঢাকা (সন্ধ্যা ৬:৩৬) সোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

হাটহাজারীতে পুলিশের সাথে সংঘর্ষে ৪ জন নিহত

জেলা সংবাদ ২৭৪৫ বার পঠিত

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock শুক্রবার সন্ধ্যা ০৭:৫১, ২৬ মার্চ, ২০২১

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সাথে হেফাজত অনুসারীদের ব্যাপক সংঘর্ষে অন্তত ৪জন নিহত হয়েছে। এসময় ব্যাপক গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২৬ মার্চ)  দুপুরে হাটহাজারী উপজেলায় জুম্মার নামাজ শেষে দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ছাত্ররা মাদ্রাসার সামনে অবস্থান নিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রাখে। হাটহাজারী ভূমি অফিস ও ডাকবাংলোতেও হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ স্থানীয় প্রশাসনের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুপুর সোয়া ২টার দিকে হাটহাজারী মাদ্রাসা থেকে মিছিল নিয়ে আনুমানিক হাজারখানেক ছাত্র ৫০০ মিটার দূরে থানার সামনে যায়। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় তাদের। তবে মাদ্রাসার মাইক থেকে তাদের ফেরত যেতে বলা হচ্ছিল বলেও জানিয়েছেন তারা। কিন্তু ছাত্ররা থানার সামনে গিয়ে হঠাৎ ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। থানার সামনে লাগানো স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ব্যানার ছিঁড়ে ফেলে। ছাত্রদের ছোঁড়া ইট-পাথরের টুকরায় থানার সামনের কাঁচের দরজা ভেঙে যায়। বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় বলেও জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ প্রথমে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এরপর পুলিশ ও হেফাজত কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ আরও কয়েক রাউন্ড হুলি ছোঁড়ার পর ছাত্ররা পিছু হটে।

হেফাজতের প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী জানান, পুলিশ হেফাজত কর্মীদের ওপর গুলি চালিয়েছে। আমাদের একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন জানান, হঠাৎ থানায় হামলা হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জানান, হেফাজতের নেতাকর্মীরা এখানকার ভূমি অফিসে ঢুকেও তাণ্ডব চালিয়েছেন। তারা ভূমি অফিসে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন। ফাইলপত্র, আসবাবপত্র সব জড়ো করে আগুন ধরিয়ে দিয়েছেন। ভূমি অফিসের একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেন। শুধু ভূমি অফিস নয়, উপজেলার ডাকবাংলোতে ঢুকেও ব্যাপক ভাঙচুর করেছেন হেফাজতে ইসলামের অনুসারীরা।

এ প্রসঙ্গে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী জানান, ঢাকায় বায়তুল মোকাররমে পুলিশ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এর প্রতিবাদে ছাত্ররা মিছিল বের করলে পুলিশ গুলি করেছে। আমাদের বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে। এদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT