ঢাকা (রাত ৯:৪৩) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

হরতালের সমর্থনে গৌরীপুরে বাম জোটের পথসভা অনুষ্ঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার রাত ০১:২০, ২৫ আগস্ট, ২০২২

সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকে হরতালের সমর্থনে; ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের মধ্যবাজার ও সন্ধ্যায় উত্তর বাজার এলাকায় এ দুটি পথসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ২৫ আগষ্ট সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আঃ লতিফের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন-বাম জোটের অন্যতম নেতা ও সিপিবি গৌরীপুর উপজেলা শাখার সদস্য মুজিবুর রহমান ফকির, কৃষক নেতা রিয়াজুল হাসনাত, সিপিবি পৌর শাখার সম্পাদক ওবায়দুর রহমান, উপজেলা মহিলা সমিতির সাধারণ মমতাজ বেগম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সমন্বয়ক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়ন এর সভাপতি এনামুল হাসান অনয় প্রমুখ।

এর আগে গত সোমবার গৌরীপুরের শ্যামগঞ্জে হরতালের সমর্থনে; শ্যামগঞ্জ রেলওয়ে গেইট ও শ্যামগঞ্জ বাজারে দুটি পথসভা করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT