ঢাকা (বিকাল ৩:৪৭) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সুনামগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারি গুরুত্বর আহত

মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ Clock রবিবার বিকেল ০৪:৪৩, ৩ জানুয়ারী, ২০২১

সুনামগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারের এক কর্মচারিকে ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করেছে দুর্বত্তরা। আজ রবিবার দুপুর ১২টায় মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আহতের নাম- হাসিবুল হাসান শান্ত (২৫)। সে টাংগাইল জেলার ঘাটাইল উপজেলার পুয়াগুলা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- জেলার তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবটেকনেশিয়ান হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করছেন হাসিবুল হাসান শান্ত। গতকাল শনিবার রাত অনুমান ১১টার সময় ৪-৫জন লোক এসে পরিক্ষা-নিরীক্ষার কথা বলে বন্ধ থাকা ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারের দরজায় নক করে। এসময় ওই সেন্টারের ভিতরে থাকা টেকনেশিয়ান হাসিবুল হাসান শান্ত দরজা খুলে দেয়। পরে দুর্বৃত্তরা ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে টেকনেশিয়ান হাসিবুল হাসান শান্তর পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এসময় শান্ত চিৎকার শুরু করলে ডায়াগনস্টিক সেন্টারের পিছনের দরজা দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে আশেপাশের লোকজন এসে টেকনেশিয়ান শান্তকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকারা শান্তর অবস্থা আশংকা জনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই সিলেট এজিএম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু সেখানেও টেকনেশিয়ান হাসিবুল হাসান শান্তর চিকিৎসা করা সম্ভব হয়নি।

অবশেষে আজ রবিবার দুপুরে গুরুত্বর আশংকা জনক অবস্থায় মৃত্যু পথ যাত্রী শান্তকে ঢাকায় পাঠানো হয়েছে।

এঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার সাংবাদিকদের বলেন- রাতের আধারে ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে ডুকে দুর্বৃত্তদের হামলা করার ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে অপরাধীদেরকে শীগ্রই আইনের আওতায় আনা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT