ঢাকা (সন্ধ্যা ৬:২৬) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের হামলার প্রধান আসামী গ্রেফতার

ইবাদুর রহমান জাকির ইবাদুর রহমান জাকির Clock শনিবার রাত ১১:৩০, ২০ মার্চ, ২০২১

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল শুক্রবার রাত তিনটার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। সেখানে একটি স্কুলের পাশে তিনি আত্মগোপন করে ছিলেন।

পিবিআইয়ের পুলিশ সুপার খালেদ উজ জামান গ্রেফতারের খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় শহিদুল ইসলামের অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। তাকে সুনামগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। গ্রেফতার শহিদুল ইসলাম দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাসনি গ্রামের বাসিন্দা ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

ফেসবুকে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হককে নিয়ে নোয়াগাঁও গ্রামের এক যুবক আপত্তিকর পোস্ট দিয়েছেন এমন অভিযোগ তুলে গত বুধবার সকালে পাশের চার গ্রামের লোকজন নোয়াগাঁওয়ে গিয়ে হামলা চালান। এ সময় গ্রামের বাড়িঘর ও মন্দির ভাঙচুর করা হয়। হামলার মূল পরিকল্পনাকারী শহিদুল ইসলাম বলে অভিযোগ নোয়াগাঁও গ্রামবাসীর। গ্রামের পাশের একটি জলমহাল দিয়ে নোয়াগাঁও গ্রামের লোকজনের সঙ্গে শহিদুল ইসলামের বিরোধ ছিল। এই সুযোগ তিনি কাজে লাগিয়েছেন বলে এলাকাবাসীর অভিযোগ।

তবে গ্রেফতার হওয়ার আগে গত বৃহস্পতিবার দুপুরে শহিদুল ইসলাম বলেছেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নয়। বরং তিনি শুরু থেকে এ রকম ঘটনা যাতে না ঘটে, সেই চেষ্টায় ছিলেন। এখন তাকে ফাঁসানোর চেষ্টা চলছে বলে তার দাবি।

নোয়াগাঁও গ্রামের ঘটনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাল্লা থানায় দুটি মামলা হয়। একটি মামলা করে শাল্লা থানার পুলিশ। থানার উপপরিদর্শক আবদুল করিম বাদী হয়ে দায়ের করা ওই মামলায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। আরেকটি মামলা করেন নোয়াগাঁও গ্রামের বাসিন্দা স্থানীয় হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার। ওই মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে আরও ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ ব্যক্তিকে আসামি করা করা হয়েছে। গ্রেফতার শহিদুল ইসলাম ওই মামলার ১ নম্বর আসামি। এর আগে পুলিশ ২২ জনকে গ্রেফতার করে।

পুলিশ, জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার দিরাই উপজেলা শহরে আয়োজিত এক সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা জুনাইদ বাবুনগরী ও মাওলানা মামুনুল হক বক্তব্য দেন। পরে মাওলানা মামুনুল হককে নিয়ে ফেসবুকে নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস (২৮) আপত্তিকর পোস্ট দেন অভিযোগ তুলে এলাকায় উত্তেজনা ছড়ায়। গত মঙ্গলবার রাতে নোয়াগাঁও গ্রামের লোকজন ঝুমনকে পুলিশে দেন। এর জেরে পরের দিন বুধবার সকালে আশপাশের শাল্লা উপজেলার কাশিপুর, দিরাই উপজেলার নাসনি, সন্তোষপুর ও চণ্ডিপুর গ্রামের কয়েক হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে নোয়াগাঁও গ্রামের পাশে অবস্থান নেন। পরে সেখান থেকে শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে নোয়াগাঁও গ্রামে গিয়ে বসতবাড়ি ও মন্দিরে হামলা চালান।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT