ঢাকা (ভোর ৫:০৯) বুধবার, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি ২২৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ০২:৫৮, ৩০ সেপ্টেম্বর, ২০২২

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়িয়ে ৫.৭৫% করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে যা ছিল ৫.৫%। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির (এমপিসি) ৫৬তম সভায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নেয়।

বিশ্ববাজারে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে বাংলাদেশেও একই অবস্থা দেখা যাচ্ছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কমিটি সুদহার বাড়িয়েছে, যা আগামী ২ অক্টোবর থেকে কার্যকর হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপরীতে বর্তমান ৪% সুদহার অপরিবর্তিত থাকবে।

মুদ্রানীতির অনুযায়ী মূলত ঋণের প্রাপ্যতা, মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় ব্যাংক স্বল্প মেয়াদে ব্যাংকগুলোকে অর্থ ধার দেয়।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, কোভিড-১৯ পতনের পরে অর্থনৈতিক পুনরুদ্ধার সত্ত্বেও, বিশ্বব্যাপী চাহিদা এবং সরবরাহের মধ্যে ভারসাম্যহীনতা এখনও বিদ্যমান। কারণ চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ চেইন সমস্যা আরও খারাপ হয়েছে।

এর ফলে ২০২১ সালের শুরু থেকে বিশ্ববাজারে বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে।

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্রও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতিগত সুদের হার বাড়িয়েছে। বৈশ্বিক বিশিষ্ট অর্থনীতিবিদরা সতর্ক করেছেন যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হওয়ার কারণে একটি নতুন মন্দা আসছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT