ঢাকা (সকাল ৯:১৯) বুধবার, ৮ই মে, ২০২৪ ইং

সিলেট ছাত্রলীগের আংশিক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ



সিলেট জেলা মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে নগরীতে কর্মসূচি পালন করেন দুই শাখার পদ বঞ্চিত নেতৃবৃন্দ তাদের অনুসারীরা।

বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর তেলিহাওর এলাকা থেকে জেলা শাখার সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।

আর মহানগর শাখার বিদ্রোহীরা চৌহাট্টায় সড়ক জনপথ বিভাগের ভবনের সামনে থেকে মিছিল বের করে সিলেট সিটি করপোরেশনের সামনে এসে জেলা শাখার নেতাকর্মীদের মিলিত হন।পরে চৌহাট্টা পয়েন্টে গিয়ে মিছিল শেষ হয়। 

মিছিল শেষে চৌহাট্টা পয়েন্টে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে নেতৃবৃন্দ অবিলম্বে কমিটি বাতিলের দাবি জানান। অন্যথায় তারা লাগাতার আন্দোলনের হুমকি দেন। 

  বছর পর মঙ্গলবার সিলেট জেলা মহানগর ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। সিলেট জেলা ছাত্রলীগের নতুন সভাপতি হন মো. নাজমুল ইসলাম সাধারণ সম্পাদক হন রাহেল সিরাজকে। অপরদিকে, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রা হয় কিশোয়ার জাহান সৌরভকে সাধারণ সম্পাদক করা হয় নাঈম হাসানকে।

ঘোষিত এই কমিটি নিয়ে ছাত্রলীগে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। টাকার বিনিময়ে কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ তুলেন সিলেট জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি শাহারিয়ার আলম সামাদ। 

বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহস্পতিবার থেকে টানা আন্দোলন কর্মসূচি পালনের ঘোষণা করা হয়।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT