ঢাকা (সকাল ৭:৪৪) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সারাদেশে সিরিজ বোমা হামলায় জড়িতদের শাস্তির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার রাত ০১:৩৮, ১৮ আগস্ট, ২০২২

২০০৫ সালের ১৭ই আগস্ট; বিএনপি-জামাত কতৃক সারাদেশে সিরিজ বোমা হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে; ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে যুবলীগের একটি মিছিল বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া চত্বরে এসে শেষ হয়ে প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কাদির, মাওহা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, সহনাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুল হক প্রমুখ।

বঙ্গবন্ধু চত্বর থেকে উপজেলা আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল বের হয়েk শহর প্রদক্ষিণ করে আবার বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT