সাঘাটায় ১২ শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা রবিবার বিকেল ০৪:৫০, ২৪ অক্টোবর, ২০২১
গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রবিবার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে ১২ জন শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তুহিন হোসেনের সভাপতিত্বে ও যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলমের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার (সাঘাটা-ফুলছড়ি ১১নং সেক্টর) ও সাবেক জেলা ডেপুটি কমান্ডার আলহাজ্ব শামছুল আলম, সমাজসেবা কর্মকর্তা আবু মোহাম্মদ সুফিয়ান, বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, বীরমুক্তিযোদ্ধা আজাহার আলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মন্ডল, বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, যুবলীগ সভাপতি হারুন অর রশিদ হিরু, অগ্রণী ব্যাংক ম্যানেজার রেজাউল করিম প্রমূখ।
উল্লেখ্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দলদলিয়া ত্রিমোহনী নামকস্থানে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে ১২জন শহীদ হন।
এই দিন উপলক্ষে প্রতি বছর তাদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।