ঢাকা (দুপুর ১২:৫৮) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাঘাটায় ১০টি ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচী প্রকল্পের মাটি কাটা কাজের উদ্বোধন

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock শনিবার সন্ধ্যা ০৬:১৫, ২১ নভেম্বর, ২০২০

গাইবান্ধার সাঘাটা উপজেলায় গতকাল শনিবার ১০টি ইউনিয়নে কর্মসৃজন কর্মসূচী প্রকল্পের (৪০ দিন) মাটি কাটা কাজের উদ্বোধন করা হয়েছে।

উপজেলার কচুয়া ইউনিয়নের পাঠানপাড়া-ঝইলতলা রাস্তায় মাটিকাটা কাজের উদ্বোধন করেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, কচুয়া ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান প্রমুখ।

একই দিনে সাঘাটা ইউনিয়নের কচুয়াহাট গ্রামে ইউনিয়ন পরিষদের রাস্তায় মাটি কাটা কাজের উদ্বোধন করেন সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব রবিউল হাসান, ইউপি সদস্য মজদার রহমান প্রমুখ।
এছাড়াও ঘুড়িদহ ইউনিয়নের লালু সরকারের বাড়ী থেকে মলায়ের জমি পর্যন্ত রাস্তায় মাটিকাটা কাজের উদ্বোধন করেন আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য গোলাম মোস্তফা।

অপরদিকে, বোনারপাড়া, পদুমশহর, ভরতখালী, হলদিয়া, কামালেরপাড়া, জুমারবাড়ী, মুক্তিনগর ইউনিয়নে স্ব-স্ব চেয়ারম্যান উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT