সাঘাটায় সুপারের কারসাজিতে দাখিল পরীক্ষা দেওয়া হলো না তৌহিদার
আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা শনিবার রাত ১১:১৫, ২০ নভেম্বর, ২০২১
মাদ্রাসা সুপারের কারিসাজিতে এবার দাখিল পরিক্ষায় অংশ নেয়া হলো না গাইবান্ধার সাঘাটা উপজেলার ওসমানের পাড়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী তৌহিদার। অন্যের নামের প্রবেশপত্র দ্বারা পরিক্ষা দিতে না পেরে কেন্দ্র থেকে ফিরে এই শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, এবার ২০২১সালে এসএসসি এবং দাখিল পরিক্ষা গত ১৪ নভেম্বর সারা দেশে শুরু হলে উপজেলার চন্দনপাট গ্রামের মৃত তছলিম উদ্দিনের মেয়ে তৌহিদা ওসমানের পাড়া দাখিল মাদ্রাসা হতে দাখিল পরিক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। কিন্তু অন্যান্য শিক্ষার্থীর চলতি দাখিল পরিক্ষায় অংশ নেয়া হলেও সংশ্লিষ্ট মাদ্রাসা সুপার এনামুল হকের কারসাজির কারণে পরিক্ষায় অংশ নিতে পারেনি তৌহিদা।
পরিক্ষার আগের দিন প্রবেশ পত্র নেয়ার জন্য তৌহিদা তার মাদ্রসার সুপারের কাছে গেলে পরিক্ষা কেন্দ্রে গিয়ে প্রবেশপত্র দেয়ার কথা বলে পরীক্ষার্থী তৌহিদাকে বিদায় করেন সুপার। পরদিন পরিক্ষা শুরু হওয়ার পূর্ব মূহুর্তে তৌহিদার ছবি লাগানো শাহনাজ খাতুন নামের অপর একজনের একটি প্রবেশ পত্রের ফটোকপি তৌহিদার হাতে ধরিয়ে দেন সুপার। অন্য শিক্ষার্থীর নামের প্রবেশপত্র দেখে প্রথমদিন পরিক্ষা দিলেও বিষয়টি অভিভাবককে অবগত করলে তারা প্রথমে সংশ্লিষ্ট মাদ্রাসার সুপারের কাছে সমাধান চান। কিন্তু সুপারের কাছে কোনরূপ সমাধান না পেয়ে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে সুপারের বিরুদ্ধে ভুয়া প্রবেশপত্র সরবরাহের অভিযোগ দায়ের করা হয়।
অভিযুক্ত সুপারের সাথে কথা বলার জন্য মোবাইল ফোনে দফায় দফায় যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে কোনো কথা বলতে গেলে বিষয়টি এড়িয়ে যান।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সাথে কথা হলে তিনি অন্যের প্রবেশ পত্র সরবরাহের বিষয়ে অভিযোগ পাওয়ার কথার বিষয়টি করে বলেন, এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত রির্পোট পেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।