সাঘাটায় সিজার অপারেশন করায় রোগী এখন মৃত্যু শয্যায়
আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা মঙ্গলবার সন্ধ্যা ০৬:২৯, ৯ মার্চ, ২০২১
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় একটি ক্লিনিকে সিজার অপারেশন করে রোগী এখন বগুড়ার টিএমএসএস হাসপাতালে মৃত্যু শয্যায় থাকার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা গেছে- উপজেলার কচুয়া গ্রামের আইদুলের স্ত্রী মুর্শিদা বেগম (২৩) বাচ্চা প্রসবে অসুস্থ্য হলে গত ২রা মার্চ বোনারপাড়া ডিজিটাল ক্লিনিকে ভর্তি করানো হয়। ওইদিন ক্লিনিক কর্তৃপক্ষ সিজার করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যায়। সিজার করার পর গত ৬ই মার্চ পর্যন্ত ওই ক্লিনিকে রোগীকে রাখা হয়। কিন্তু অবস্থার কোন উন্নতি না হওয়ায় ওই দিন বগুড়ার টিএমএসএস হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেও রোগী মুর্শিদা বেগমের অবস্থা অপরিবর্তিত রয়েছে।
নিরুপায় হয়ে অসহায় আইদুল হক গত ৮ই মার্চ সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
আইদুলের মত অনেকেই অভিযোগ করেন- উক্ত ক্লিনিকে এনাসথেসিয়া বিশেষজ্ঞ না থাকায় নামধারী আজগর আলী সিজার অপারেশনের রোগীদের অজ্ঞান করেন। যার কোন ডাক্তারী কাগজপত্র নেই।
এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষের একজন জানান- রোগীকে ভর্তি করানো হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া টিএমএসএস হাসপাতালে রেফার্ড করানো হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর বলেন- ভূল চিকিৎসায় রোগী মৃত্যু শয্যায় থাকার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।