ঢাকা (রাত ১:৪০) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাঘাটায় মাস্ক না পড়ায় পথচারীদের জরিমানা

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock মঙ্গলবার সন্ধ্যা ০৭:২৯, ৬ এপ্রিল, ২০২১

গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় পথচারীদের মাস্ক না পড়ায় ও সন্ধ্যা ৬ টার পর ঘোরাফেরা করায় ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে গত সোমবার রাতে ও মঙ্গলবার পর্যন্ত প্রায় শতাধিক পথচারী ও দোকানদারদের নিকট জরিমানা করা হয়েছে।

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকারী আদেশ না মানায় দন্ড বিধির ১৮৮ ধারা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মহিউদ্দিন জাহাঙ্গীর এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তুহিন হোসেন এসব জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির, পেশকার আজগর হোসেন প্রমুখ। সরকারের ঘোষিত লক ডাউনের কর্মসূচী মোতাবেক গত সোমবার হতে আগামী এক সপ্তাহ সরকারী আদেশ বাস্তবায়নের জন্য কঠোর ভাবে দায়িত্ব পালন করছে উপজেলা প্রশাসন। সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর ও সহকারী কমিশনার (ভূমি) তুহিন হোসেন এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় জরিমানা অব্যাহত রেখেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর জানান- প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। এছাড়াও সরকারী নির্দেশ বাস্তবায়নে জনগণকে সচেতনতা সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হবে।তবে কাউকে কোনভাবে সরকারী আদেশ অমান্য করতে দেওয়া হবে না।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT