ঢাকা (রাত ৪:১০) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাঘাটায় বাস ছিনতাইয়ের চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock শনিবার রাত ০১:৪০, ৬ নভেম্বর, ২০২১

গাইবান্ধার সাঘাটা উপজেলায় গতকাল শুক্রবার সকালে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে শাহ্ ফতেহ আলী বাস চালকবিহীন অবস্থায় অবস্থান করছিল। এসময় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে আব্দুল হাকিম (২৫) বাসটি ছিনতাই এর উদ্দেশ্যে চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটি, মোটরসাইকেল, শাহীন মিয়ার মুদির দোকানসহ চারটি মুদির দোকান, দুটি ভটভটি গাড়ী ভেঙে দুমড়ে মুচড়ে ফেলে শিমুলতাইড় গ্রামের জনৈক আমজাদ হোসেনের বাসার সামনে অপর একটি ভটভটির সাথে ধাক্কা খেয়ে বাসটি থেমে যায়।

এতে ভটভটি চালক হেলেঞ্চা গ্রামের জয়েন উদ্দিন এর ছেলে বাবু মিয়া (৩০) গুরুত্বর আহত হয়। লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করে।

পরে স্থানীয় লোকজন এবং শাহ্ ফতেহ আলী বাসের বোনারপাড়া কাউন্টারের লোকজন উক্ত ছিনতাইকারীকে আটক করে সাঘাটা থানা পুলিশের কাছে সপর্দ করে।

এ ব্যাপারে সাঘাটা থানা অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, এ ঘটনার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT