ঢাকা (দুপুর ১২:১৮) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাঘাটায় বালু রাখা নিয়ে সংঘর্ষে নিহত ১

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock রবিবার সন্ধ্যা ০৭:০০, ৭ নভেম্বর, ২০২১

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামে যমুনা নদীর তীর সংরক্ষন কাজের বালু রাখা নিয়ে গত শনিবার বিকেলে স্থানীয় দুই জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছবদের হোসেন (৬৫) নামে ১ ব্যাক্তি নিহত হয়েছে।

নিহত ছবদের হোসেন হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে।

এলাকাবাসি ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামের সম্ভাব্য স্থানীয় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ওয়াহিদুজ্জামান রাজুর কয়েকজন সর্মথক যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প এলাকায় যমুনা নদী থেকে বালু উত্তোলন করে। অপর চেয়াম্যান পদপ্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের পক্ষের লোকের জমিতে রাখার সময় জমির মালিক পক্ষ বাধা প্রদান করে। এতে দুই চেয়ায়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে নদীর তীরেই সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ওযাহিদুজ্জামান রাজুর সমর্থকদের ছোঁড়া ইটের আঘাতে ছবদের হোসেন গুরুতর ভাবে আহত হয়।

গুরুতর আহত ব্যাক্তিকে তাৎক্ষনিক স্থানীয় জনগণ উদ্ধার করে তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সাঘাটা থানা অফিসার ইনচার্জ মতিউর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ছেলে আইয়ুর হোসেন বাদী হয়ে ২২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। সাঘাটা থানার মামলা নং- ০৪। তারিখ-০৭-১১-২০২১ইং।

এদিকে আসামী পক্ষের পরিবার সূত্রে জানা যায় বাদীর লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের ঘরবাড়ী ভাংচুর করেছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT