সাঘাটায় থামছেই না বাঙ্গালী নদী থেকে বালু উত্তোলন
আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা শনিবার রাত ০১:২৫, ৪ জুন, ২০২২
গাইবান্ধার সাঘাটা উপজেলার সতীতলায় বাঙ্গালী নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলন থামছেই না। এলাকাবাসির অভিযোগ স্থানীয় প্রশাসনের দপ্তরে লিখিত অভিযোগ দিলেও এর কোন প্রতিকার মিলছে না।
জানা গেছে, উপজেলা কচুয়া ইউনিয়নের সতীতলা, কামালেরপাড়া ইউনিয়নের কিংকরপুর, জালাল তাইড়, বাঙ্গাবাড়ী, ফলিয়া দিগর দিয়ে বাঙ্গালী নদী বেষ্টিত এলাকা। এই এলাকার বালু খেকোরা দিনে রাতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে দেদারছে বালু তুলছে। সেই বালু ট্রাক্টরে করে বিভিন্ন জায়গায় বিক্রি করছে। দীর্ঘদিন ধরে বালু ব্যবসা করে অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার কেউ সাহস পাচ্ছে না।
অভিযোগ উঠেছে এসব বালু খেকোরা স্থানীয় প্রশাসনকে মাসোয়ারা দিয়ে ম্যানেজ করে দেদারছে নদী থেকে বালু তুলে ব্যবসা করছে। এদিকে গত বৃহস্পতিবার অবৈধ ভাবে বাঙ্গালী নদী বালু উত্তোলন বন্ধের জন্য উপজেলার কিংকরপুর এলাকাবাসি একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেন।
অভিযোগ থেকে জানা গেছে কচুয়া ইউনিয়নের সতীতলা গ্রামের বালু খেকো ফেরদৌস, পাশের মহিমাগঞ্জ ইউনিয়নের জাহাঙ্গীর আলম, মশিউর, রফিকুল, সুলতান নামের বালু খেকো ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বাঙ্গালী নদী থেকে বালু তুলছে। এতে করে পাশের আবাদী জমি নষ্ট, কোটি টাকা ব্যয়ে বাঙ্গালী নদীর উপর নির্মিত মজিদের ঘাট ব্রীজটি হুমকির মুখে পড়েছে।
এ ব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পাওয়া গেছে, ড্রেজার দিয়ে বালু তোলা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।