ঢাকা (দুপুর ২:৩৪) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাঘাটায় অগ্নিকান্ডে ৫টি ঘর ভষ্মিভূত প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock শুক্রবার সন্ধ্যা ০৬:৫২, ১৩ নভেম্বর, ২০২০

গাইবান্ধার সাঘাটা উপজেলার পচাবস্তা গ্রামে অগ্নিকান্ডে ২টি মনোহারী দোকান সহ ৫টি ঘর ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে রয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের পচাবস্তা গ্রামের মৃত ফারাজ আলীর পুত্র হায়দার আলীর ঘরের উপর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এতে মুহুর্তের মধ্যে হায়দারের কন্যা শাপলা, সালাউদ্দিনের পুত্র নিজাম উদ্দিন, নিজাম উদ্দিনের পুত্র আইয়ুব, সালামুদ্দির পুত্র নাজিম উদ্দিনের ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

এতে ২টি মনোহারী দোকান সহ ৫টি ঘরের আসবাবপত্র, ধান, চাল, কাপড়, ন্যাশনাল আইডি কার্ড, জন্ম নিবন্ধন সহ প্রয়োজনীয় কাগজপত্র, হাঁস-মুরগী, আইয়ুব আলীর জমি বিক্রির দেড় লাখ, মুদি দোকানের প্রায় ১২ হাজার ও শাপলার মুদি দোকানের নগদ প্রায় ৪০ হাজার টাকা পুড়ে ভষ্মিভূত হয়ে যায়।

অগ্নিকান্ডের ঘটনায় ৫টি পরিবারের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।

সাঘাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ইনচার্জ আঃ হামিদ জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT