ঢাকা (সকাল ৭:২৯) রবিবার, ১৯শে মে, ২০২৪ ইং
শিরোনাম
Meghna News শিয়া (ইয়েমেন) ও সুন্নির (হামাস) মধ্যে কার্যকর ঐক্য মুসলিম ঐক্যের প্রতীক Meghna News প্রচণ্ড যুদ্ধ চলছে রাফাহসহ সমগ্র গাজায় Meghna News হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ছবি-ভিডিও-ডকুমেন্ট Meghna News সুধা রানীর হাদিসের প্রভাষক পদে উত্তীর্ণ হওয়া নিয়ে তোলপাড়, দায় কার? Meghna News প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দাউদকান্দিতে আলোচনা সভা ও র‍্যালী Meghna News পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি : ডাকাত দলের সর্দার অস্ত্রসহ গ্রেপ্তার Meghna News সাঘাটায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা Meghna News ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের Meghna News চাঁপাইনবাবগঞ্জ : তিন লক্ষ টাকা ইজ্জতের মূল্যে প্রবাসীর মুক্তি Meghna News সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানী শুরু

সংকটের মুখে দাঁড়িয়ে শ্রীলঙ্কা; সংসদে আমূল পরিবর্তন



দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাবরি। তিনি দায়িত্ব নিয়েছিলেন এই সংকটের সময়েই। কিন্তু তিনি কয়েকঘণ্টার মধ্যেই ফের শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে তিনি চিঠি লিখে জানিয়েছেন, তিনি সাংসদ পদ থেকেই পদত্যাগ করতে চান। অন্য কোন যোগ্য মানুষকে সংকটের এই সময়ে দায়িত্ব দিতে।

এ দিকে শ্রীলঙ্কায় শাসকদলের হাতে হয়ত আর ক্ষমতা থাকবে না। কারণ সংসদে সেই দল সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। গত মঙ্গলবার শাসকদলের সমর্থক ৪১ সাংসদ সমর্থন তুলে নেওয়ার কথা জানিয়েছেন। শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির তরফ থেকে বলা হয়েছে, সরকারের থেকে তারা সমর্থন তুলে নেবেন।

শ্রীলঙ্কার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে বিশেষ ব্যবস্থা নিতে শুরু করে সে দেশের পুলিশও। বলা হয়েছে, যদি প্রতিবাদ বা বিক্ষোভের নাম করে কেউ হিংসা ছড়ানোর চেষ্টা করেন, তা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীলঙ্কায় শাসকের পরিবর্তনের দাবি আরও জোরালো হচ্ছে রোজই। সঙ্ককারা, মাহেলা জয়বর্ধনের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রীলঙ্কার ক্রিকেট প্লেয়াররাও সরকার বদলের দাবিতে সরব হচ্ছেন। তারা দাবি করছেন, এই অর্থনৈতিক সংকট কাটাতে নতুন করে প্রশাসনিক বদলের দাবি করছেন।

এ দিকে শ্রীলঙ্কার যুবকদের মধ্যে থেকে আন্দোলনের বার্তা উচ্চারিত হচ্ছে, তাতে বলা হচ্ছে, শ্রীলঙ্কায় যেন একটি আরব স্প্রিং হচ্ছে। যেভাবে যুবকদের আন্দোলনে উত্তাল হয়েছিল একাধিক দেশ, তেমনই এক ঢেউ তৈরি হয়েছে শ্রীলঙ্কাতেও।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT