শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুৎ হয়ে সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ
মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার শনিবার সন্ধ্যা ০৬:১৮, ৭ নভেম্বর, ২০২০
সিলেটের সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। (৭ নভেম্বর) সকাল ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে সারাদেশের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ৯৫১ নং ট্রেনের সাত বগি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের অদূরে লাইনচ্যতু হয়ে বগি উল্টে যায়।
শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে
এ ঘটনার পর থেকে এ প্রতিবেদন লিখা পর্যন্ত সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ায় তেল ছড়িয়ে পড়েছে রেললাইনে ও আশপাশের এলাকায়। এই তেল সংগ্রহ করতে সেখানে ভিড় করছেন স্থানীয়রা।
সেখানে সরজমিনে দেখা যায়, স্থানীয়রা যে যেভাবে পারছেন তেল সংগ্রহ করছেন। কেউ বালতিতে করে কেউ হাড়িতে করে। এছাড়া অনেককে দেখা গেছে মগ-বাটি-ও গ্লাসে করে তেল সংগ্রহ করতে।
রীতিমত সেখানে তেল সংগ্রহে এক প্রকারের মহোৎসব চলছিলো লক্ষ্য করা গেছে। এর আগে শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে ট্রেনটি সিলেট যাওয়ার পথে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় লাইনচ্যুত হয়।
ঘটনাস্থলে থাকা ঐ এলাকার জয়নাল আহমদ জানান, শত শত মানুষ ট্রেনের তেল সংগ্রহ করছে। ট্রেনের বগিগুলোতে ডিজেল ছিল বলে তিনি ধারণা করছেন।
এদিকে শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন জানান, সাতটি বগি লাইনচ্যুত হওয়ার পর সাধারণ মানুষ তেল সংগ্রহ করছে। বগিগুলোতে এক লাখ ৬০ হাজার লিটার অকটেন, ডিজেল ও কেরোসিন ছিল।