ঢাকা (রাত ১০:২৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


শিবচ‌রে সম্প্রসারন ও উন্নয়ন প্রক‌ল্পের স্থান পরির্দশন

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock মঙ্গলবার রাত ১১:৩৫, ১৭ আগস্ট, ২০২১

মাদ‌ারীরের শিবচ‌রে নিরাপদ পা‌নি সরবরাহ ও স‌্যা‌নি‌টেশন ব‌্যবস্থার সম্প্রসারন ও উন্নয়ন প্রকল্প প‌রিদর্শন ক‌রে‌ছেন জনস্বাস্থ‌্য প্রকৌশলীর সং‌শ্লিষ্টরা।

মঙ্গলবার দুপু‌রে ‌শিবচর পৌর মেয়র আওলাদ হো‌সেন খান‌কে সা‌থে নি‌য়ে প্রকল্পের নির্ধা‌রিত স্থান শিব‌চ‌রে চরশ‌্যামাইল প‌রিদর্শন ক‌রেন সং‌শ্লিষ্টরা।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, জনস্বাস্থ‌্য প্রকৌশ‌ল অ‌ধিদপ্ত‌রের শহর অবকাঠা‌মো উন্নয়ন প্রকল্প প্রনয়ন (‌ডি‌পিএইচই অংশ) প্রকল্প প‌রিচালক মে‌াঃ শ‌ফিকুল হাসান, প‌রিকল্পনা সা‌র্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো আ‌নোয়ার ইউসুফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফ‌রিদপুর সা‌র্কেল মো বাদশা মিয়া, চীফ অপা‌রে‌টিং অ‌ফিসার ড: আব্দুল্লাহ আল মূঈদ, টেক‌নিক‌্যাল এক্সপার্ট সুমন কা‌ন্তি নাথ প্রসুখ।

প্রকল্প প‌রিচালক মোঃ শ‌ফিকুল হাসান ব‌লেন, নিরাপদ প‌া‌নি সরবরাহ ও স‌্যা‌নি‌টেশন ব‌্যাবস্থার সম্প্রসারন ও উন্নয়ন প্রক‌ল্পে স্থান শিবচ‌রের চরশ‌্যামাইলে প‌রিদর্শন ক‌রে‌ছি। উক্ত প্রকল্পের জন‌্য স্থান‌টি উপ‌যোগী ব‌লে আমা‌দের ম‌নে হ‌চ্ছে। প্রকল্প‌টি অনু‌মোদন হ‌লে খুব শীঘ্রই কাজ শুরু করা হ‌বে।

তি‌নি আ‌রো ব‌লেন, প্রকল্প‌টি বাস্তবায়ন হওয়ার পর নি‌য়ো‌জিত শ্রমিক ও প‌রিচ্ছন্ন কর্মী‌দের প‌্রশিক্ষনও দেয়া হ‌বে। ও‌য়েস্ট ট্রিট‌মেন্ট প্লা‌ন্টের মাধ‌্যমে পৌরসভায় আধু‌নিক বর্জ‌্য ব‌্যবস্থাপনা করা হ‌বে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT